রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বিকাল ৪ টায় রাঙামাটি শহরের বনরুপা জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা শেষে বনরুপা কবরস্থানে তাকে দাফন করা হয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল এ তথ্য নিশ্চিত করেছেন।