২১নং জামাল খান ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইদ্রিস (৭৭) গতকাল রবিবার দুপুর আনুমানিক ১২টায় বার্ধক্যজনিত অসুস্থতার কারণে নগরীর আসকার দীঘির দক্ষিণ পাড়স্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না–লিল্লাহি …রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ৪ কন্যা সন্তান রেখে যান। মরহুমের প্রথম নামাজে জানাজা গতকাল বাদ আছর স্থানীয় শতদল ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। এতে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন, বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম বক্কর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। এদিকে বিএনপি নেতা মোহাম্মদ ইদ্রিসের মৃত্যু সংবাদ পেয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ মরহুমের বাসভবনে ছুটে যান। বাদ এশা হাটহাজারী উপজেলার মাদার্শায় মরহুমের গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাহাকে দাফন করা হয়। মোহাম্মদ ইদ্রিসের মৃত্যুতে ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুস সালাম নিশাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।