বিএনপি নেতা মোহাম্মদ আলী ও তৈমুর আহমেদের স্মরণসভা

| শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৭:০৪ পূর্বাহ্ণ

মোহাম্মদ আলী স্মৃতি সংসদের উদ্যোগে ১৭ ডিসেম্বর নগরের থিয়েটার ইনস্টিটিউটে মহানগর বিএনপির সাবেক নেতা মোহাম্মদ আলীর সপ্তম মৃত্যুবার্ষিকী ও তৈমুর আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আহমেদ উল আলম চৌধুরী রাসেলের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুচ ছাত্তার, মো: হারুন জামান, উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সিকদার, নগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াসিন চৌধুরী লিটন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান তুর্য, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মনজুরুল আলম চৌধুরী। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন এবং অ্যাডভোকেট জায়েদ বিন রশিদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেনমরহুম মোহাম্মদ আলী ছিলেন রাজনীতির আইকন। তিনি খুব আদর্শ রাজনীতি করতেন। তিনি খুব সৎ এবং মেধাবী ছিলেন। আমরা একসাথে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে স্বৈরাচারী আওয়ামী লীগের কাছে অনেক লাঞ্ছিত হয়েছি। তার রাজনীতি খুব শিক্ষণীয় এবং তাহার স্মৃতি কিছুতেই ভুলানোর নয় বলেই আবেগে কেঁদে ফেলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য খোরশেদ আলম, বিএনপি নেতা কলিম উদ্দিন, প্রশান্ত কুমার পান্ডে, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মো: আলমগীর, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা জসিম উদ্দিন সাগর, আমিনুল ইসলাম তৌহিদ, অ্যাডভোকেট দিদারুল আলম টিপু, সালাউদ্দিন কাদের মানিক, মো. ইমন, মিজানুর রহমান, সাতকানিয়া থানা যুবদলের আহবায়ক মো: ইলিয়াস, নগর ছাত্রদল নেতা মোঃ আলী, মোঃ এয়াসিন আরাফাত, কামরুল হাসান আকাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত সম্মেলন
পরবর্তী নিবন্ধনিষ্কৃতির বার্ষিক সাধারণ সভা