বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব

| সোমবার , ১ ডিসেম্বর, ২০২৫ at ৪:৪৬ পূর্বাহ্ণ

আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল১ এই আদেশ দেয়। খবর বিডিনিউজের।

অভিযোগের পক্ষে ট্রাইব্যুনালে শুনানি করেন কৌঁসুলি মো. মিজানুল ইসলাম, সঙ্গে ছিলেন কৌঁসুলি গাজী এমএইচ তামিম। পরে তামিম সাংবাদিকদের বলেন, মাননীয় ট্রাইবুন্যাল১ অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ জারি করেছেন। আগামী ৮ ডিসেম্বর নিজের অ্যাকাডেমিক সনদ ও বার কাউন্সিলের সনদসহ সশরীরে উপস্থিত হতে ফজলুরকে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে বলে জানান কৌঁসুলি তামিম। গত ২৬ নভেম্বর ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। এর আগে ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনে একটি টকশোতে গিয়ে শেখ হাসিনার রায় প্রসঙ্গে তিনি কথা বলেন। পেনড্রাইভে আনা তার এই বক্তব্যের কিছু অংশ বাজিয়ে ট্রাইব্যুনালে শোনানো হয়েছে। আদালত অবমাননার অপরাধ প্রমাণিত হলে এক বছর বিনাশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড একসঙ্গে হতে পারে বলে জানিয়েছেন কৌঁসুলি মিজানুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলার নতুন এসপি নাজির আহমদের যোগদান
পরবর্তী নিবন্ধকক্সবাজারে শুঁটকি উৎপাদনের ধুম