বিএনপি নেতা নুর মোহাম্মদ লেদুর ইন্তেকাল

| বৃহস্পতিবার , ২২ এপ্রিল, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সহ সভাপতি নুর মোহাম্মদ লেদু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। তিনি গতকাল বুধবার ভোর সাড়ে তিনটার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয় স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
বুুধবার বাদে জোহর বদরপাতিস্থ বদর আওলিয়ার মাজার প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বদর আওলিয়ার মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে নুর মোহাম্মদ লেদুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর নাছির উদ্দীন, চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, মাহবুবের রহমান শামীম, আবুল হাশেম বক্কর, আবু সুফিয়ান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশরীফ হোসেন
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ক্যান্সার আক্রান্তের পাশে প্রাথমিক শিক্ষকরা