বিএনপি নেতা ঢালী ও হাবিব আটক

| বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ৭:৩১ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী ও হাবিবুর রহমান হাবিবকে আটক করেছে র‌্যাব। দলটির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন বলছেন, মোহাম্মদপুরের একটি বাসা থেকে মঙ্গলবার দুপুর ২টার দিকে র‌্যাব সদস্যরা ঢালীকে নিয়ে যায়। অন্যদিকে মঙ্গলবার ভোরে ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে হাবিবকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব২ এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন জানান। খবর বিডিনিউজের।

আতাউর রহমান ঢালী বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা ছিলেন। আশির দশক বাম ঘরানার ছাত্র সংগঠন নিয়ে ছাত্র মৈত্রী গঠন করা হলে তিনি তার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জাতীয় রাজনীতিতে তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন। পরে তিনি যোগ দেন বিএনপিতে। গত ২৮ অক্টোবরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের নামে কয়েক ডজন মামলা করে পুলিশ। কয়েকটি মামলায় আতাউর রহমান ঢালীকেও আসামি করা হয়।

অন্যদিকে নব্বইয়ের অন্যতম ছাত্রনেতা, তৎকালীন ছাত্রলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিবকে হাই কোর্টের একজন বিচারককে নিয়ে ‘অবমাননাকর বক্তব্যের’ জন্য আদালতের তলবে হাজির না হওয়ায় মঙ্গলবার ভোরে ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাবিব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা। অক্টোবরের শুরুতে নাশকতার এক মামলায় তাকে চার বছরের সাজা দেয় ঢাকার একটি আদালত। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধখেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৫৫ হাজার ৩৯৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধঅলংকার মোড়ে মধ্যরাতে বাসে আগুন