বিএনপি নেতা জামাল আহমেদের ইন্তেকাল

| শুক্রবার , ২২ নভেম্বর, ২০২৪ at ৭:১১ পূর্বাহ্ণ

হালিশহর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর বিএনপির সাবেক সহসভাপতি জামাল আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। গত বুধবার সকাল ৬টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আছর ফইল্লাথলি বাজারে মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জামাল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রতিষ্ঠাকালীন থেকে বিএনপির জন্য নিরলসভাবে কাজ করে গেছেন জামাল আহমেদ। তিনি অত্যন্ত দক্ষ সংগঠক ছিলেন, দলের জন্য ছিলেন নিবেদিত প্রাণ। সামাজিক কর্মকাণ্ডে ও তার অবদান ছিল অপরিসীম। কর্মের মধ্যে দিয়ে তিনি নেতাকর্মীদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবেন। খসরু মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্মৃতির দর্পণে সালাউদ্দিন কাদের চৌধুরী
পরবর্তী নিবন্ধপরশুরাম সমিতি চট্টগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক সাধারণ সভা