বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’

| মঙ্গলবার , ২৩ মে, ২০২৩ at ৭:০৫ পূর্বাহ্ণ

রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক বিএনপি নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। রাজশাহীর পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন জানান, রোববার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আসামি করে থানায় মামলা হয়েছে। খবর বিডিনিউজের।

সন্ত্রাস দমন আইনে উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন। ওসি আরও বলেন, পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে। দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

গত শুক্রবার বিকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাই স্কুল মাঠে এক জনসমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বলে আওয়ামী লীগ থেকে অভিযোগ উঠে। এর প্রতিবাদে গতকাল সোমবার সারাদেশে বিক্ষোভের ডাক দেয় ক্ষমতাসীন দলটি। সোমবার একই অভিযোগে নেত্রকোণা আদালতে আরেকটি মামলা হয়েছে। ওই মামলাতেও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আসামি করা হয়েছে।

রাজশাহীর মামলার বাদী আবুল কালাম আজাদ বলেন, ওই দিন শিবপুরে আবু সাইদ চাঁদ যে বক্তব্য দিয়েছেন, তা কোনো আওয়ামী লীগের নেতাকর্মী মেনে নিতে পারবেন না। তিনি শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দিয়েছেন। অবিলম্বে তার গ্রেপ্তার চাই।

পূর্ববর্তী নিবন্ধ জ্বালানি তেলের বকেয়া পরিশোধের চাপ
পরবর্তী নিবন্ধসন্দ্বীপে আজ শেষ হচ্ছে প্রচারণা