বিএনপি নেতার মাথা ফাটালেন বিএনপি নেতা

মসজিদ কমিটির বিরোধ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২ জানুয়ারি, ২০২৩ at ৩:৫১ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়ায় মসজিদ কমিটির বিরোধকে কেন্দ্র করে স্থানীয় এক বিএনপি নেতা আবদুস ছাত্তার (৭০) নামে এক মোতোয়াল্লির মাথা ফাটিয়ে দিয়েছেন আরেক বিএনপি নেতা। গত শনিবার দুপুরে বাকলিয়া থানার হাজী চাঁন্দগাজী মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আবদুল ছাত্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিএনপি নেতা মো. মহসিনকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ। মহসিন বাকলিয়া ১৮ নম্বর ওয়ার্ডের সহসভাপতি।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১২টার দিকে হাজী চাঁন্দগাজী মসজিদ প্রাঙ্গণে কবরস্থান পরিষ্কার করছিলেন স্থানীয় মুসল্লিরা। তাদের দেখভাল করছিলেন মসজিদের মোতোয়াল্লি আবদুস ছাত্তার ও মোহাম্মদ হোসেন। এ সময় বিএনপি নেতা মো. মহসিন ঘটনাস্থলে গিয়ে মসজিদ কমিটি নিয়ে কথা বলতে বলতে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে মোতোয়াল্লি আবদুস ছাত্তারের মাথা ফেটে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

হামলার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা শুরু হয়। পরে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একইসঙ্গে বিএনপি নেতা মহসিনকে আটক করে থানায় নিয়ে যায়।

বাকলিয়া থানার সেকেন্ড অফিসার নূর ইসলাম জানান, মসজিদের কমিটি নিয়ে একটি সমস্যা ছিল। শনিবার এক মোতোয়াল্লির ওপর হামলা করলে লোকজন উত্তেজিত হয়ে পড়েন। এ সময় একজনকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধখাতুনগঞ্জ থেকে চকবাজার, তারপর তিনি কোথায় গেলেন
পরবর্তী নিবন্ধজলকদর খালে স্লুইসগেটের ফটকে স্থাপনা নির্মাণ