বিএনপি নেতার বাড়িতে চুরি, ২০ দিন পর ভাড়াটিয়া গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে বিএনপি নেতা ও চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মঈন উদ্দিনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় এক ভাড়াটিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে আমির হোসেন প্রকাশ বাবু (২৩) নামের ওই ভাড়াটিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের কানাইঘাট এলাকার বাসিন্দা হলেও কর্ণফুলীতে বসবাস করছিলেন। ঘটনার তিনদিন আগে তিনি কৌশলে ভাড়া বাসা ছেড়ে গাঢাকা দেন।

কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মো. মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটকের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো চুরিকৃত মালামাল উদ্ধার সম্ভব হয়নি। পুলিশ জানায়, বাবুর বিরুদ্ধে কর্ণফুলী থানায় ৪টি ও নগরীর বাকলিয়া থানায় ২টি মামলা রয়েছে। এর আগে গত ৩ আগস্ট রাত ৮টা থেকে সাড়ে ১১টার মধ্যে এম মঈন উদ্দিনের বাড়ির তৃতীয় তলার তালা ভেঙে প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করা হয়।

ভুক্তভোগী পরিবার জানায়, লুট হওয়া মালামালের মধ্যে দুটি দুই ভরির বালা, একটি এক ভরির চেইন, একটি আধা ভরির চেইন, ৯টি তিন ভরির আংটি, দুটি আধা ভরির রকেট ও একটি আধা ভরির বেসলাইটসহ মোট ৮ ভরি স্বর্ণ ছিল।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় একাধিক অস্ত্র, বিস্ফোরকসহ অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপুলিশ কর্মকর্তা শচীন মৌলিক কারাগারে