নগরের নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে পাঠাগার করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার গতকাল ‘শহীদ জিয়া স্মৃতি পাঠাগার’টির উদ্বোধন করেন।
পাঠাগার উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের আদর্শিকভাবে আরো সমৃদ্ধ হতে হবে। আদর্শিকভাবে সমৃদ্ধির জন্য–বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কী জন্য বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, বিএনপির লক্ষ্য উদ্দেশ্য কী, বর্তমান আন্দোলনের লক্ষ্য কী ইত্যাদি সম্পর্কে জানা দরকার। এক্ষেত্রে বিভিন্ন বই–পুস্তক পড়তে হবে। তাই শহীদ জিয়া স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠা একটি সময়োপযোগী পদক্ষেপ।
শহীদ জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি অধ্যাপক মো. আজম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম ফজলুল হক ও চট্টগ্রাম মহানগর সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কচি। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আলোচনায় এস এম ফজলুল হক বলেন, মন বড় করে সবাইকে নিয়ে কাজ করতে হবে। নেতাকর্মীদের বিএনপির আদর্শে উদ্বুদ্ধ হতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, সালাউদ্দিন, নুরুল আমিন, নূর মোহাম্মদ, নুরুল আমিন, ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন, এডভোকেট এম এ তাহের, কর্নেল আজিমুল্লাহ বাহার, অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, আব্দুল আউয়াল চৌধুরী, মোহাম্মদ সেলিম, অধ্যাপক কুতুবউদ্দিন বাহার, আবু আহমেদ হাসনাত ও আনোয়ার হোসেন।