বিএনপি দেশের মানুষের স্বপ্ন পূরণে কাজ করবে : আজিজুল হক

| শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৬:২৪ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আজিজুল হক চেয়ারম্যান বলেছেন, বিএনপি দেশের একটি পরীক্ষিত ও গণমানুষের দল। তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশ পরিচালনা করেছে বিএনপি। বিএনপির হাত ধরে বাংলাদেশের বহু উন্নয়ন হয়েছে। ৩১দফার আলোকে পরিচালিত হলে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তিনি বলেন, ধর্মীয় উৎসবের মধ্যদিয়ে ধর্মবর্ণ নির্বিশেষে সৌহার্দ্যভ্রাতৃত্ব সুদৃঢ় করতে হবে। দেশকে এগিয়ে নিতে পারস্পরিক সহাবস্থান ও সম্প্রীতির বিকল্প নেই। তিনি গত ২০ অক্টোবর বোয়ালখালী শ্রীপুর পালপাড়া শ্যামাকালী বাড়িতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রঞ্জন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খরণদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ কুমার পাল, ৮নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মো. আজাদ খান, মো. শহীদুল আলম শহীদ, এস প্রকাশ পাল, এমরান আলী শারুক, সালাউদ্দীন রুবেল, মাহামুদুল্লাহ, জানে আলম নান্নু,। সঞ্জয় ভক্তের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কাঞ্চন পাল, পলাশ পাল, নারায়ন পাল, সঞ্জয় পাল, সৃজন চৌধুরী, লিটন পাল, বিপ্লব পাল, পল্লব পাল, সুজন দে, পলাশ চৌধুরী, রাতুল পাল, আদিত্য পাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে গাউসুল আজম হযরত আবদুল কাদের জিলানী (রা.) মাহফিল
পরবর্তী নিবন্ধগাউছিয়া রহমানিয়া ফাউন্ডেশনের ফাতেহায়ে এয়াজদাহুম মাহফিল