বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় : তথ্যমন্ত্রী

| বুধবার , ২০ অক্টোবর, ২০২১ at ৭:৪৬ পূর্বাহ্ণ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত দেশে হিন্দুদের ওপর হামলা চালিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জের হিন্দু পল্লি পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, যারা বিভিন্ন সময় ভারতবিরোধী কথা বলে, হিন্দুদের ভোটকেন্দ্রে যেতে দিতে চায় না বা বাধা দেয়, সাম্প্রদায়িক রাজনীতি যারা করে সেই বিএনপি-জামায়াত এই ঘটনা ঘটিয়েছে। দেশের উন্নয়ন ও সম্প্রীতি যাদের পছন্দ নয়। শান্তি-শৃঙ্খলা যারা চায় না তারাই উস্কানি দিয়ে কুমিল্লা, নোয়াখালী, রংপুরে এমন ঘটনা ঘটিয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, তারপর আমাদের ধর্মীয় পরিচয়। আমরা সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানে থেকে পথ চলি। কিন্তু ধর্মান্ধ গোষ্ঠী তা চায় না।

পূর্ববর্তী নিবন্ধঅশান্তি ঘটালেন শান্তি মিছিলও করলেন!
পরবর্তী নিবন্ধ১২ ইউনিয়নে নৌকার প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই