চন্দনাইশে উন্নয়নমূলক একাধিক প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। একই সাথে তিনি জাঁহাগিরিয়া শাহ সুফী মমতাজিয়া দরবার শরীফেও চট্টগ্রাম জেলা পরিষদ প্রদত্ত উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এটিএম পেয়ারুল ইসলাম বলেন, বর্তমানে বিএনপি–জামায়াত রাষ্ট্র মেরামতের নামে তাদের বিদেশি প্রভুদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করছে।
বিদেশিদের আমন্ত্রণ জানিয়ে এ দেশকে আফগান, লিবিয়া, ইরাক বানাতে চাচ্ছে। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে তা কোনো দিন সম্ভব হবে না। গতকাল সোমবার চন্দনাইশে জাঁহাগিরিয়া শাহ সুফী মমতাজিয়া দরবার শরীফের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দরবারের সাজ্জাদানশীন হযরত মৌলানা সৈয়দ মোহাম্মদ আলীর সভপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, জেলা পরিষদের সদস্য দিলোয়ারা ইউসুফ, ফারহানা আফরিন জিনিয়া, আব্দুর রহিম বাদশা, চেয়ারম্যান আব্দুর রশীদ কোম্পানি, মীর মোহাম্মদ মহিউদ্দিন, চেয়ারম্যান আব্দুল আলীম, চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, চেয়ারম্যান এস এম সায়েম, নুরুল আবছার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি কায়সার উদ্দিন চৌধুরী, মোহাম্মদ মামুন প্রমুখ।












