বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, সরকার উৎখাতে বিএনপি-জামায়াতের রাজনৈতিক ষড়যন্ত্র এখনো থেমে নেই। এই ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গত ৩ অক্টোবর ফটিকছড়ির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। ফটিকছড়ি পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রতন কান্তির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি, সাংবাদিক জাহেদুল্লাহ কোরাইশী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।