বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিহত করে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে

হরতাল-অবরোধ বিরোধী সমাবেশে বক্তারা

| শুক্রবার , ১০ নভেম্বর, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ : কেরানীহাট হক টাওয়ার চত্বরে বিএনপিজামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক শান্তি ও উন্নয়ন সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব, এডভোকেট জহির উদ্দিন, মাস্টার ফরিদুল আলম, কুতুব উদ্দিন চৌধুরী। সমাবেশে বক্তারা, বিএনপিজামাতের নাশকতা, নৈরাজ্য প্রতিহত করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি এড: আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: শাহজাহানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, সাইফুদ্দিন হাসান শাহী, মোজাম্মেল হক, জসীম উদ্দিন, মো শাহাজান, সালাউদ্দিন শাহরিয়ার, সাইদুর রহমান দুলাল, নজরুল ইসলাম সিকদার, এডভোকেট শাহাদাৎ হোসেন শাহরিয়ার, চেয়ারম্যান তাপশ কান্তি দত্ত, চেয়ারম্যান ওসমান আলী, চেয়ারম্যান মাহাবুবুল হক সিকদার, চেয়ারম্যান রমজান আলী, চেয়ারম্যান নাছির উদ্দিন টিপু, মজিবুর রহমান, মাস্টার মো ইউনুস, আব্দুল গফুর লালু, সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান, কামাল উদ্দীন, সাইফুর রহমান সুমন, আবু ছালেহ শান, আবুল কালাম, আমিনুল ইসলাম, সোহরাব হোসেন শুভ, মো আলী, হোসাইন মো এরশাদ প্রমুখ।

মহিউদ্দিন বাচ্চু এমপি : নাশকতা ঠেকাতে আওয়ামী লীগ নেতা মোঃ মহিউদ্দিন বাচ্চু এমপির নেতৃত্বে চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং পাড়া মহল্লায় সতর্ক অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধ ও বৃহস্পতিবার সকাল নয়টার পর থেকে লালখান বাজার মহিউদ্দিন বাচ্চু রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীরা মোটরসাইকেল ও গাড়ি বহর নিয়ে জড়ো হতে থাকেন। পরবর্তীতে মহিউদ্দিন বাচ্চু সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন এবং আওয়ামী লীগের ঘোষিত পয়েন্ট যথাক্রমে আগ্রাবাদ মোড়, সোলগোলা ক্রসিং, অলংকার মোড় ও অঙিজেন মোড়ে শান্তি সমাবেশ ও সতর্ক অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উত্তর ও দক্ষিণ পতেঙ্গা আ.লীগ : হরতাল ও অবরোধের প্রতিবাদে ৬ নভেম্বর কাটগড় এম.. আজিজ উদ্যানে উত্তর ও দক্ষিণ পতেঙ্গা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য কামরুল হাসান বুলুর সভাপতিত্বে অনুষ্টিত শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি নঈম উদ্দিন আহমেদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত ও শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন পতেঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এ এস এম ইসলাম, ৪১নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, আওয়ামী লীগ নেতা শাহাদাত হাসান, নুর আহমেদ, ওয়াহিদুল আলম মাস্টার, হাজী নুরুল আলম, নাছির আলম, শামসুদ্দিন, আলী আকবর চৌধুরী, মোহাম্মদ আলি, আবুল হোসেন, আব্দুল হালিম, জাফর আহমেদ, জসিম উদ্দিন চৌধুরী, সুলতান আহমেদ, সাদেকুর রহমান, মোহাম্মদ হাজী ইদ্রিছ, আবু ছৈয়দ (আবু), ওয়াহিদুল আলম চৌধুরী, আফরোজা খানম, নাসিমা বেগম, হাসান হাবিব সেতু প্রমুখ।

লালখান বাজার কাউন্সিলর : অবরোধহরতালের নামে বিএনপিজামাতের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নগরীর ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবুল হাসনাত মো. বেলালের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক আহমেদ, সহসভাপতি শেখ দেলোয়ার, জিএম ফারুক, কমান্ডার বোরহান উদ্দিন বিএন (অবঃ), ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ডা. মো. খায়ের, বিশ্বজিত চৌধুরী, মনির হোসেন টিটু, মোস্তাক হোসেন ময়নাল, ‘খ’ ইউনিট আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মো. ইব্রাহিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেন, জাহিদ হাসান রাসেল, সাইফুল ইসলাম, আহম্মেদ হাসান জুয়েল, মো. জাকির হোসেন, মাহমুদুল হাসান, তাসনিফ আহম্মেদ সাগর, মো. মুন্না, এমএস অলি, মাইনুল সাকিব, রনি প্রমুখ।

আকবরশাহ থানা আ.লীগ : আকবর শাহ থানা ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড ও ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কাউন্সিলর জহুরুল আলম জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মো. হারুন উর রশীদ ও শামীম আহমদ সুমনের যৌথ পরিচালনায় গত ৭ নভেম্বর অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। বিশেষ অতিথি উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন জুয়েল, মো. ইকবাল চৌধুরী, হাবিবুর রহমান। বক্তব্য রাখেন ইলিয়াস খান,আবুল কালাম আবু, হারুন গফুর ভুইয়া, লোকমান আলী ইউসুফ, আবু সুফিয়ান, মীর কাসেম দুলাল, আনোয়ার হোসেন, মো. জসিম উদ্দিন, তাজুল ইসলাম চৌধুরী তাজু, কাজী সেলিম, দিপ্তী রানী মজুমদার, জানে আলম জানি, সগির আলম, স্বপন দাস,জাহাঙ্গীর কবির নযন,আবু নোমান, গোলাম রসুল নিশান, আনিস চৌধুরী রাজন, মো. রোকন উদ্দিন চৌধুরী, বেলাল উদ্দিন জুয়েল প্রমুখ।

৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আ’লীগ : ২নং গেইট চত্ত্বরে ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আ’লীগের অবস্থান কর্মসূচি শেষে শান্তি সমাবেশ আ’লীগ নেতা মো. আলী আকবরের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন এ কে এম এম জাফরুল্লাহ চৌধুরী। বক্তব্য দেন, মোহাম্মদ আলী আকবর, আব্দুল মাবুদ, মুরিদুল আলম লিটন, শেখ শাহিন, মো. হারুন, নটরাজগুপ্ত, মো. শাহাবুদ্দিন, মো. বেলাল, সুমন নাগ, মোহাম্মদ জামিল, মো. শেরু, লাকি বেগম, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ সুমন, সাগর দাস, মো. সোহেল, মোহাম্মদ মানিক, মোহাম্মদ কায়সার, মোহাম্মদ ফারুক, আরিফ শেখ প্রমুখ।

কোতোয়ালী থানা আওয়ামীলীগ : হরতাল অবরোধের প্রতিবাদে নগরীতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে নগরীর কোতোয়ালী থানা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। গতকাল নগরীর এনায়েত বাজার মোড়ে এই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেনআজাদ উল্লাহ নিজাম, রিটু দাশ বাবলু, অজিত বিশ্বাস, ছোটন বড়ুয়া, হুমায়ুন কবির রানা, সৌরভ বিকাশ বড়ুয়া বিতান, ওমর ফারুক, মোঃ ইকবাল, মোঃ তসলিম, আমিন মোঃ সাইফুদ্দিন, সোনিয়া আজাদ, মোঃ মোরশেদ, আবুল কাশেম মাসুদ, মেঃ হায়দার, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জাহেদ, এসকান্দর আলাী, আবু তাহের রানা, মোঃ ফরিদ, এহসানুল হক খোকা, তৌহিদুল ইসলাম মিথুন, শেখ তৌহিদুল ইসলাম আরদিন, রুপম সরকার, ইয়াছির আরফাত রিকু, রাজিব খান, মোঃ আনোয়ার প্রমুখ।

৪০নং ওয়ার্ড আওয়ামী লীগ : অবরোধহরতালের নামে বিএনপিজামায়তের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেকের নেতৃত্বে এক শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল গতকার স্টিলমিলস্থ মুনভিউ কমিউনিটির সেন্টারের সামনে অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন সহ সভাপতি নূর মোহাম্মদ, ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ সাইফুদ্দিন। সভায় আরো বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীগের সম্পাদক মন্ডলী সদস্য ফরিদুল আলম, বাবুল হক, মিজানুর রহমান, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইদ্রিস সুলতান, গিয়াস উদ্দিন, মোজাহের আলম, মাহমুদুল হক, আব্দুস সালাম, হুমায়ুন কবির, মোহাম্মদ নেজাম, নজরুল ইসলাম মিন্টু, শওকত রানা, তৌহিদুল ইসলাম, ইসমাইল, আব্দুস সালাম, হানিফ, সেলিম, নিজাম, আলী হায়দার, আব্দুস সবুর, সোলায়মান, মোহাম্মদ নাসির, মোজাহের আলম, নজরুল, সালাউদ্দিন, হায়দার, মুস্তাফা কামাল, আজাদ, রুবেল, তুষার, সুব্রত শীল, এস কে আরমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল চার বসতঘর