বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতায় জড়িত ছিল : হারুন

| বুধবার , ২৪ জুলাই, ২০২৪ at ২:৫১ অপরাহ্ণ

বিএনপিজামায়াতের নেতাকর্মীরা নাশকতায় জড়িত ছিল বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশিদ।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এসব নাশকতায় জড়িতদের একে একে গ্রেপ্তার করা হচ্ছে। এ পর্যন্ত বিএনপিজামায়াতের দেড়শ’ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তিনি গতকাল মঙ্গলবার রাজধানীর মিন্টুরোডস্থ ডিবি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। খবর বাসসের।

অতিরিক্ত কমিশনার বলেন, বিএনপি নেতা তারেক রহমানের নির্দেশে এসব সহিংসতা চালানো হয় বলে গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দুষ্কৃতকারীরা সরকারি স্থাপনা মেট্রোরেল, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)ও সেতু ভবনে অগ্নিসংযোগ করেছে। হারুন অর রশিদ বলেন, বিএনপি করে বলেই তাদের গ্রেপ্তার করেছি এমনটি নয়, গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোনে নাশকতার নির্দেশনার মেসেজ পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধপে-অর্ডার করতে না পারায় সরবরাহ বন্ধ
পরবর্তী নিবন্ধবাজারে আসছে চন্দনাইশের রসালো কাঞ্চন পেয়ারা