বিএনপি-জামায়াতের অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে

বিভিন্ন স্থানে শান্তি সমাবেশে বক্তারা

| শুক্রবার , ৩ নভেম্বর, ২০২৩ at ৪:৫৬ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলা আ.লীগ : চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইট চত্বরে বিএনপিজামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের এক শান্তি সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন মনুসর, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ আঙ্গুর, আবদুর রহিম চেয়ারম্যান। চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনুর সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামাতের ডাকা অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে। সমাবেশে বক্তব্য রাখেন, চন্দনাইশ পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক মো: কায়সার উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান আবদুল আলিম, খোরশেদ আলম টিটু, আলমগীরুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর লোকমান হাকিম, আবদুর রহিম, হেলাল উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান, আলমগীরুল আলম, আবদুর রহমান, কাউসার আলম রিপাত প্রমুখ।

বন্দরে ৫ ওয়ার্ডের শান্তি সমাবেশ : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বিএনপিজামাত আহুত ধ্বংসাত্মক রাজনীতিকে প্রত্যাখ্যান করায় নগরবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, চট্টগ্রামের ঘাটি দেশপ্রেমিক জনতার দুর্জয় ঘাঁটি। এই মাটিতে কোন দুর্জনদুর্বৃত্তের ঠাঁই নেই। গতকাল বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অবরোধের নামে বিএনপিজামায়তের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ৩৬. ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪১নং ওয়ার্ড শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বন্দরের সল্টগোলা ক্রসিংয়ে আয়োজিত সমাবশে আরও বক্তব্য রাখেন সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন বা”চু, সফর আলী, গোলাম মো: চৌধুরী, কামরুল হাসান বুলু, রোটারিয়াল মো: ইলিয়াছ, হাজী বেলাল, হাজী হারুন রশিদ, সুলতান মোহাম্মদ নাসির উদ্দিন, হাজী মো: ইলিয়াস, সেলিম আফজাল, হাজী সালেহ আহমদ চৌধুরী, হাজী আসলাম, হাসান মুরাদ, এসকান্দর মিয়া, জানে আলম, হাজী মোহাম্মদ হাসান, হাজী জিয়াউল হক সুমন, হাজী আব্দুল মান্নান, নুরুল আলম, জয়নাল আবেদীন চৌধুরী আজাদ, আজিজুর রহমান আজিজ সহ বিভিন্ন ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগ ও স্বে”ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

দক্ষিণজেলা যুবলীগ : দেশব্যাপী বিএনপিজামাতের অগ্নিসন্ত্রাস, হত্যা, নৈরাজ্য ও অবৈধ হরতালঅবরোধের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও অবস’ান কর্মসূচি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার সকালে আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বরে (মইজ্যারটেক) অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম জহুরের নেতৃত্বে এসময় উপসি’ত ছিলেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন, আ ন ম ফরহাদুল আলম, দপ্তর সম্পাদক রাজু দাস হিরো, মোঃ জামিল উদ্দিন, কর্ণফুলী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন হায়দার, পটিয়া যুবলীগের আহ্বায়ক হাসানউল্লাহ্‌, ইমরান উদ্দিন বশির, মোহাম্মদ সেলিম, তারেক হাসান জুয়েল, দেবরাজ রতন, ওয়াজ উদ্দিন আজাদ, মোহাম্মদ শহিদ, মোহাম্মদ নেজাম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাং ফারুক, সেকান্দর বাদশা প্রমুখ।

জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ : অবরোধ নৈরাজ্যের প্রতিবাদে ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাজাদা কাজী মালেক ও সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন আলম মুন্না। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

চট্টগ্রাম১০ আসন : বিএনপিজামায়াতের অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর নির্দেশনায় নগরীর ওয়াসা মোড় বিকাল ৪টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোঃ জাকারিয়ার সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য কফিল উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ১২নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবের আহমদ চৌধুরী, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়ছার মালিক, নগর যুবলীগের সহসভাপতি নূরুল আনোয়ার, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন মোঃ ইলিয়াস, মহানগর মৎসজীবি লীগ সাধারণ সম্পাদক এম এ মোতালেব তালুকদার, আবু নাসের চৌধুরী আজাদ, ইঞ্জি. তৈয়ব হোসেন রুবেল, শহীদুল ইসলাম শহীদ। বিক্ষোভ মিছিলটি নগরীর ওয়াসা মোড় থেকে গরীবউল্লাহ শাহ চত্বরে প্রদক্ষিণ হয়ে সমাপনী বক্তব্য রাখেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সনত বড়ুয়া। বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ, আবদুর রহমান, এহছানুল আজিম লিটন, সরোয়ার জাহান, বেলায়েত হোসেন বেলাল, আনজুমান আরা আনজু, মনোয়ার আলম চৌধুরী নোবেল, হুরে আরা বিউটি, তসলিমা নূর জাহান রুবি, মশিউর রহমান দিদার, মাসুদ রেজা, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, শহীদুল ইসলাম শামীম, সালেহ আহমদ দিঘল, আবদুর রাজ্জাক দুলাল, খোকন চন্দ্র তাঁতি, আবু বক্কর চৌধুরী, আলমগীর আলম, গোলাম সাদমানি জনি, আরিফুল ইসলাম মাসুম, মোঃ মিলটন প্রমুখ।

নতুন পাড়া : নতুনপাড়া চত্বরে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপি জামায়াত অগ্নি সন্ত্রাস ও নাশকতা বিরোধী উন্নয়ন ও শান্তি সমাবেশ গত ২ নভেম্বর অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ আলমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম মোরশেদ আলম চৌধুরী, গোলাম মুস্তাফা, ডাঃ বিজয় কৃষ্ণ সরকার, সদস্য মাস্টার আলী নাসের চৌধুরী, আকতার হোসেন, এম জাহাংগীর আলম চৌধুরী, রেজাউল করিম, আবু লাইছ, মহসিন খান, সাহেদা সুলতানা, মোঃ শাহজাহান, কাজী আলমগীর চৌধুরী, শাহানুর চৌধুরী, লায়ন রিমন মুহুরী, লিয়াকত হোসেন, মোঃ তোফায়েল আহমেদ, মাসুদ জামান সোহেল প্রমুখ।

রেলওয়ে শ্রমিক লীগ পাহাড়তলী : বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ পাহাড়তলী কারখানা শাখার উদ্যোগে অবরোধ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়। খোন্দকার মো. সাইফুল ইসলাম মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মো. নজরুল ইসলাম মিয়াজী, শান্ত দাস, ওমর ফারুক, মাধব চন্দ্র মল্লিক বিটু, মো. শহিদ উল্লাহ, জহির উদ্দিন বাবু, আব্দুল হালিম, রঞ্জিত দাস, আব্দুল জাব্বার, সোহেল রানা, রাকিব দেওয়ানজী, মো. ফরহাদ হোসেন, মো. রফিক হোসেন, মামুন, রিয়াজ, নূরতানভির, সাইফুল ইসলাম, রবি বড়ুয়া, সাইফুল আলম রনি, আকবর হোসেন প্রমুখ।

শিকড় ফাউন্ডেশন : বিএনপিজামায়েতের অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে আওয়ামী লীগ কেন্দ্রীয় আইন উপ কমিটির সদস্য, শিকড় ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খানের নেতৃত্বে এবং শিকড় ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে গতকাল বিকেল ৩ টায় কাটগড়স’ সৈকত কমিউনিটি সেন্টারের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ সভাপতি, বন্দর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এস এম নাসিরের সভাপতিত্বে এবং শিকড় ফাউন্ডেশন বাংলাদেশের দপ্তর সম্পাদক রাসেল মাহমুদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শিকড় ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মুনিরী, সহ সভাপতি মোঃ মহসিন, মোঃ আলী মোঃ আবু তালেব, মোঃ আজাদ হোসেন রাসেল, মোঃ ইদ্রিস, সালাউদ্দিন বাদশা, আব্দুল্লাহ আল মামুন, মোঃ নাজিম উদ্দিন, আব্দুস সালাম, আলী হায়দার, ফারুক নাছির। উপসি’ত ছিলেন মোঃ হানিফ, মোঃ সেলিম, জাহাঙ্গীর আলম সুজন, মোঃ বেলাল, আবদুল্লাহ আল মামুন, মোঃ নাছির, মোঃ মুন্না, নুরুল ইসলাম, মোঃ সরোয়ার, মোঃ তৌহিদ, ফারুক নাছির, রুকেয়া বেগম, ইফতেখার হোসেন জিসান, এডঃ পৃথিরাজ সরকার প্রমুখ।

৬নং ওয়ার্ড যুবলীগ : নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবলীগের উদ্যোগে আয়োজিত হরতালনৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন ৬নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, এ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, বি ইউনিট আ.লীগের সাধারণ সম্পাদক হাসান মুরাদ জকু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আবু সাঈদ সুমন, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ এস্কান্দর, মোহাম্মদ মহিউদ্দীন, মোহাম্মদ জামশেদ, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ বাবলু, মোহাম্মদ জাবেদ, লিটন দাশ, টিংকু দাশ, মোহাম্মদ মামুন, সুমন, খালেদ বাপ্পি, সাইফুদ্দিন সাইফ, পাপ্পু, খোকন, আল আমিন, তৌহিদুল ইসলাম, হোসেন, আশিক, রাসেল, কাউসার, সাদ্দাম প্রমুখ।

চিকনদন্ডী ইউনিয়ন আ.লীগ : চিকনদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও মৎস্যজীবী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম মোরশেদ আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম ইকবাল বাহার, আওয়ামী লীগ নেতা আলমগীর কবির চৌধুরী, আব্দুর রশীদ, এম জাহাংগীর আলম, আকতার হোসেন, আবু লাইছ। বক্তব্য রাখেন কাজী শওকত আকবর, মাসুদ জামান সোহেল, কাজী মোঃ আলমগীর, নেজাম উদ্দীন, রিমন মুহুরী, লিয়াকত আলী, সুমন চৌধুরী, মোঃ এমরান, নুরুল ইসলাম বাচ্চু, খোরশেদ আজিজ, আনোয়ার হোসেন, তোফায়েল আহমেদ, আহমেদ হোসেন, জিন্নাত আলী বাদশা, সাজ্জাদ লোকমান, কৃষ্ণ বণিক, মোঃ পারভেজ, অরুণ চৌধুরী, নজরুল ইসলাম, জনি শীল, মোঃ মনছুর শওকত ওসমান, মোঃ ইয়াছিন, মোহাম্মদ শোয়েব, ইলিয়াস ফারুক, আজম খান, এবি ছিদ্দিক এমরান, সাজ্জাদ হোসেন, রাহি, সৌমেন ঘোষ বিলাস, সাফায়েত, নাহিয়ান, সুমন, আরিফ আকরাম, রনি পালিত, মনজু, মোঃ সোহেল, মোঃ হোসেন, এরশাদ, আবুল হায়াত, শ্যামা নাথ, মোঃ ফরিদ, ইব্রাহিম ইসলাম কাইফ, মোঃ ফরিদ, মোঃ নাছের প্রমুখ।

হাটহাজরী উপজেলা : সারাদেশে আন্দোলনের নামে বিএনপিজামায়াতের নাশকতা, পুলিশ হত্যা ও হরতালঅবরোধের প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাটহাজরী উপজেলার মদুনাঘাট মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মিছিল নিয়ে মদুনাঘাট বাজার ও কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহ। বিশেষ অতিথি ছিলেন ১৩নং দক্ষিণ মার্দাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরওয়ার চৌধুরী। মাস্টার মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপত্বিতে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী সাজ্জাদ, ডাক্তার নুরুল আলম, নাজিম উদ্দিন মিয়াজি, আরমান আহম্মদ চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস, মোস্তাফা কামাল, মুছা লিটন, দোস্ত মোহাম্মদ, মোহাম্মদ আবসার, ইদ্রিস, মুছা মেম্বার, পবন বড়ুয়া, মোহাম্মদ রশিদ, আক্কাস শাহ, আলমগীর হোসেন, বাদশা, তরিকুল কালাম তুহিন, বিদান বড়ুয়া, মোহাম্মদ ইব্রাহীম, তাজুল ইসলাম, আবদুল আল মামুন, মোরশেদ মেম্বার, ফারুক মোহাম্মদ সিদ্দিকী, মোজাম্মেল মেম্বার, মোহাম্মদ ইমরান হোসেন ইমন, শামসুল আলম, মোহাম্মদ রুরেল, মিন্টু বড়ুয়া, আকবর হোসেন, সাইফুল ইসলাম, আদনান চৌধুরী, মোজাম্মেল হোসেন, রিয়াজুল জিসান, মুন্তাসির ইশান, আরমান হোসেন, মোহাম্মদ শিহাব, তানিম হাসান, মোহাম্মদ নাঈম প্রমুখ।

যুবলীগ ও ছাত্রলীগ : হরতাল অবরোধের প্রতিবাদে নগরীর কাজির দৈউড়িতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে এনায়েত বাজার ও জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফরহাদুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা ও নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সহসভাপতি মনোয়ার জাহান মনি, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল আলম চৌধুরী নোবেল, যুবনেতা সেলিম উদ্দীন জয়, যুব মহিলালীগ নেত্রী সোনিয়া আজাদ, তৌহিদুল ইসলাম মিথুন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক এহেসানুল হক খোকা। উপস্থিত ছিলেন এ এম কুতুবউদ্দিন চৌধুরী, নাছির উদ্দীন ফাহিম, ওমর ফারুক, শিবু প্রসাদ চৌধুরী, পংকজ রায়, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ মোমিনুল হক, রতন ঘোষ, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ জাহেদ, আবু তাহের রানা, মোস্তফা করিম কাউছার, ফয়সাল রফিক, আশিক্কুন্নবি, মামুনুর রহমান, মিজানুর রহমান, তৌহিদুল ইসলাম আরদিন প্রমুখ।

লালখান বাজার ওয়ার্ড : বিএনপিজামায়াতের অবরোধের প্রতিবাদে ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবুল হাসনাত মো. বেলালের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও সমাবেশ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন খুলশী থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মমিনুল হক, চট্টগ্রাম মহানগর যুবলীগের সহসভাপতি ও মহিলা কাউন্সিলর আনজুমান আরা, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ আলী, ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সদস্য বিশ্বজিত চৌধুরী, তপন সিং, আনোয়ার হোসেন, স্বপন চৌধুরী (বড় বাবু), মোস্তাক হোসেন ময়নাল, মো. ইব্রাহিম, রুমা ইসলাম, আলমগীর হোসেন, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, কাজী এমরান, মো. সোহেল, সাহেদ, সাইফুল ইসলাম মানিক, মোস্তফা কামাল, মো. কাউসার, কাজী সালাউদ্দিন লাভলু, মিজানুর রহমান রকি, নাহিদ হোসেন রাসেল, তাসনিফ আহম্মেদ সাগর, মোহন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআবুধাবিতে কলম একাডেমি লণ্ডনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধইয়াবাপাচার মামলায় বাসের হেলপারের যাবজ্জীবন