যুবলীগের কেন্দ্রিয় যুগ্ম–সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেছেন, বিএনপি–জামাতের যে কোন নৈরাজ্য রাজপথে মোকাবেলা করা হবে। শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতিকে কোনভাবে নষ্ট করতে দেয়া হবে না। তাদের এই নৈরাজ্য ঠেকাতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ দেশপ্রেমিক জনতা রুখে দেবে।
বৃহস্পতিবার রাতে পটিয়ায় কর্ণফুলী কমিউনিটি সেন্টারে আয়োজিত উপজেলা আ.লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দেশব্যাপী বিএনপি–জামাতের নৈরাজ্যের প্রতিবাদ ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম–আহ্বায়ক ডি.এম জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টান সঞ্চালনা করেন দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন।












