২৫নং রামপুরা ওয়ার্ড আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, সহ্যের সীমা ছাড়িয়ে গেলে কোনো অপশক্তিকে মাঠে নামা মাত্রই প্রতিহত করবো। শোকাবহ এই মাসে আমরা বঙ্গবন্ধুর আরাধ্যের সোনার বাংলা রচনায় কোনো আগাছা তৈরি হতে দেব না। গতকাল ২৫নং রামপুরা ওয়ার্ড আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, বিএনপি জামাতের ডাকে আন্দোলনের জোয়ার এখন ভাটায় পড়েছে। কেননা তাদের সঙ্গেই ছিল স্বাধীনতা বিরোধী একটি অপশক্তি। বিএনপি-জামাতের বিরুদ্ধে শেষ লড়াই করার জন্য নতুন প্রজন্ম প্রস্তুত।
স্থানীয় দুলহান কমিউনিটি সেন্টারে ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক দিলদার খান দিলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, উপদেষ্টা সফর আলী, লায়ন মোহাম্মদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজী বেলাল আহমদ, ফয়েজ আহমদ, দেলোয়ার হোসেন খোকা, এস.এম. এরশাদ উল্লাহ, মেয়র আব্দুস সবুর লিটন, মিজানুর রহমান কাজল, নেওয়াজ মো. আজাদ, মো. ইকবাল, নাসরিন আক্তার নাহিদা, জেনিফার, আবুল কালাম আজাদ কাকন, মাহবুবুর রহমান মাহফুজ, আলা উদ্দীন আলো, মো. আসলাম হোসেন, মো. সাহেদ আলম, ইমরান মাহমুদ, মাকসুদুর রহমান মাসুদ, আরভিন শাকিব ইভান, আবুল কালাম আবু প্রমুখ।