বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস মোকাবেলায় সোচ্চার হতে হবে

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের মানববন্ধনে বক্তারা

| রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ১০:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ,সন্ত্রাসীদের গ্রেপ্তার ও কার্যকর বিচারের দাবি এবং ফিলিস্তিনী জনগণের উপর ইসরাঈলী হামলার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে পরিষদের সভাপতি এ.এম.মাহবুব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো,লিয়াকত আলী খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলতাফ হোসেন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন পরিষদের উপদেষ্টা আবুল বশর ভুঁইয়া, হারুনুর রশিদ,ইউছুফ সিকদার, অধ্যাপক ফজলুর রহমান, তৌহিদুল আমিন চৌধুরী,কাজী আবদুল হাই,অ্যাড. আবু নাসের চৌধুরী, প্রকৌশলী শহীদুল আলম,অধ্যাপিকা নিশাত হাসিনা শিরিন, আনোয়ার হোসেন,খুরশীদ রোকেয়া, অ্যাড.আবদুল মান্নান চৌধুরী,অ্যাড.সৈয়দা ফারজানা,অ্যাড.নাসরিন আক্তার চৌধুরী,সিরাজুল হক,আবু বক্কর বকু, মো. ইউনুস চৌধুরী, মো. ইলিয়াস,আবু মো. আরিফ, তরুণ কান্তি রায়,ইসমাঈল হোসেন মধু, লায়ন আবদুল কাইয়ুম,কাজল কান্তি সিংহ, শেখ মুজিবুর রহমান,অধ্যাপক মাইনুল হক চৌধুরী জোসেফ,এস.এম.শওকত আকবর, অচিন্ত্য কুমার দাশ। সভায় বক্তারা বলেন, বিএনপি জামাতের দেশবিরোধী অগ্নিসন্ত্রাস,নৈরাজ্য ও উন্নয়ন বিরোধী কর্মকান্ডে বন্ধে সকলকে সোচ্চার হতে হবে।

পূর্ববর্তী নিবন্ধদেশে ডেঙ্গুতে একদিনে আরও ছয়জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধসুষ্ঠু নির্বাচনে প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের বিকল্প নেই