ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগের নেত্রী দলের সবাইকে ফেলে পালিয়ে গেছেন, কিন্তু দমন, নিপীড়ন সহ্যের সীমা অতিক্রম করলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখনো এ দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের ফেলে পালিয়ে যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সন্তান স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্যা চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ইসরাফিল খসরু।
তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনির ব্যক্তিগত উদ্যোগে লালখানবাজার ওয়ার্ডের দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি জনগণের দল ছিল বলেই এ দেশ থেকে কখনো জনগণের মনে আঘাত দিয়ে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কাউকে ছেড়ে যাননি। এ দল সবসময় এ দেশের আপামর জনগণের কথা বলেছে, আর এখনো দলের সবাইকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের মানুষ তথা জনগণের কাছে থেকে তাদের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করে যেতে হবে। কারণ, জাতীয়তাবাদী দল এদেশের জনগণের দল। কেউ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এমন একটিও কাজে নিজেকে জড়িত করা যাবে না। আজকের নগর মহিলা দলের এ উদ্যোগ মানুষের জন্য কাজ করার উদ্যোগ। এ সময় তিনি চট্টগ্রাম মহানগর মহিলা দলের এমন উদ্যোগের জন্য দলের সভাপতি মনোয়ারা বেগম মনিসহ সকলকে ধন্যবাদ জানান। পরে নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি সহ অন্যান্যদের সাথে নিয়ে ইসরাফিল খসরু সমাজের দুস্থ ৪০০ জনের মধ্যে দশ কেজি করে চাল বিতরণ করেন।
চট্টগ্রাম মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে ও খুলশী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, মহানগর বিএনপির সাবেক আপ্যায়ন সম্পাদক ইউছুপ জামাল।
উপস্থিত ছিলেন লালখান বাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাছিম আহমেদ, মহানগর মহিলাদলের সহ সভাপতি এড. আশ্রাফি বিনতে মোতালেব, মারিয়া সেলিম, যুগ্ম সম্পাদক কামরুন নাহার লিজা, সাংগঠনিক সম্পাদক তাসলিমা আহমেদ লিমা, নগর যুবদলের সাবেক কোষাধ্যক্ষ সম্পাদক নুর হোসেন উজ্জ্বল, খুলশী থানা বিএনপি নেতা জানে আলম বাছা, খুলশী থানার কৃষক দলের সদস্য সচিব মোক্তার হোসেন, মহিলাদল নেত্রী সাবিনা পারভিন মারি, লিমা আহমেদ, ঝুমা আক্তার, সাবিনা আক্তার পান্না, রুমি চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রবিউল হাসান বাবলু, খুলশী থানা যুবদল নেতা সজিব হাওলাদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।