বিএনপি জনগণের অধিকার আদায়ে রাজনীতি করে

আনোয়ারায় পথসভায় মোস্তাফিজুর রহমান

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১৮ অক্টোবর, ২০২৫ at ৭:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান বলেছেন, বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় এলাকার জন্য কাজ করে যাচ্ছি।

গতকাল শুক্রবার বিকেলে আনোয়ারা উপজেলার কালাবিবি দীঘি মোড় ও চাতরী চৌমহনী বাজার এলাকায় স্থানীয়দের উদ্দেশ্যে আযোজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা নূর ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ করিম পিন্টু, বিএনপি নেতা মোহসীন, জসিম উদ্দীন, আলমগীর খান, মো. হেলাল, সাঈদুল, মো. ফারুক, নূর উদ্দিন, মো. রুবেল, লোকমান, শাহবাস, মুরাদুল ইসলাম, নূরউদ্দিন, আশিক, মনির ও মিজান।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দুই দিনব্যাপী কঠিন চীবর দান
পরবর্তী নিবন্ধ‘বিএনপি ক্ষমতায় আসলে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’