চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ধারাবাহিকভাবে তিন দফায় ক্ষমতায় থাকার সুফল হিসেবে দেশে যে উন্নয়নের প্লাবন বয়ে গেছে তাতে ঈর্ষান্বিত হয়ে দেশ বিরোধী অপশক্তি তাদের বিদেশী মুরুব্বীদের কাছে মিথ্যাচার করে অবিরাম অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা চায় সংবিধান সম্মতভাবে নয়, তাদেরকে জোর করে বিদেশী শক্তি ক্ষমতায় বসিয়ে দিক।
তিনি গতকাল বুধবার ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড মহিলা আ.লীগের উদ্যোগে লাকী স্কয়ার কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম–১০ উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম–১০ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু। ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন আক্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুপ্তি তলাপাত্রের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোর্শেদ আক্তার চৌধুরী, মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিল নীলু নাগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, এরশাদুল আমীন, কাউন্সিলর মো. ইলিয়াছ, শারমিন ফারুক, হুরে আরা বিউটি, মিনু রানী দেবী, মুন্নি মজুমদার, শিল্পী ভৌমিক প্রমুখ।
৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আ.লীগ : চট্টগ্রাম–১০ আসনে উপ–নিবার্চনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নৌকা প্রতীকের সমর্থনে সোমবার বিকেলে থেকে ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে গণসংযোগ করা হয়। গণসংযোগকালে ওয়ার্ডের চশমা পাহাড়া এলাকাসহ বিভিন্নস্থানে পাড়া মহল্লায় জনসাধরণের মাঝে লিফলেট বিতরণ করে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আ.লীগের সদস্য সৈয়দ আমিনুল হক, আব্দুল্লাহ আল–মামুন চৌধুরী, মো. আলী আকবর, দীনবন্ধু দাশ, নজরুল ইসলাম, আরসাদ সর্দার, মাকসুদ আহমেদ চৌধুরী, আনিসুর রহমান মানিক, মেজবাহ উদ্দিন নোবেল, সালাউদ্দিন লেদু, মাবুদ সওদাগর, আলী হায়দার, শাহাদাত হোসেন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।