বিএনপি চায় নয়া পল্টন, স্বরাষ্ট্রমন্ত্রী দেখালেন সোহরাওয়ার্দী

| শুক্রবার , ২৫ নভেম্বর, ২০২২ at ৮:৪৪ পূর্বাহ্ণ

আগামী ১০ ডিসেম্বর বিএনপি নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চাইলেও দলটিকে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পরামর্শ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি গতকাল বৃহস্পতিবার বলেছেন, বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিতে পুলিশকে বলেছেন তিনি। বিভাগে বিভাগে সমাবেশের পর আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ ডেকেছে বিএনপি। তারা নয়া পল্টনে সেই সমাবেশ করতে ইতোমধ্যে পুলিশের কাছে অনুমতি চেয়েছে। পুলিশ অনুমতি না দিলেও বিএনপি নেতারা নয়া পল্টনে সমাবেশ করতে অনড় অবস্থান নিয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা অনুমতির ধার ধারছেন না। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গতকাল বলেছেন, (নয়া পল্টনে) অনুমতি দিলেও করব, না দিলেও করব। খবর বিডিনিউজের।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বৃহস্পতিবার সদরঘাটে সুন্দরবন-১৬ লঞ্চ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ডিএমপি কমিশনারকে জানিয়েছি যে তারা (বিএনপি) সোহরাওয়ার্দী উদ্যানে তাদের সমাবেশের অনুমতি পাবে। তাদের জানিয়ে দেওয়া হবে, তারা সোহরাওয়ার্দী উদ্যানে এই সভাটি করবেন। কিন্তু অবশ্যই কোনো ভায়োলেন্স তারা করবেন না, কোনো প্রতিবন্ধকতা করবেন না, জনদুর্ভোগ করবেন না, এটা আমাদের অনুরোধ থাকবে। নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ঢাকায় বিভাগীয় সমাবেশ করার অনুমতি চেয়ে গত ১৫ নভেম্বর ডিএমপিতে আবেদন করে বিএনপি। তাদের প্রতিনিধি দল সেদিন ডিএমপি কমিশনারের সঙ্গে দেখাও করে।

পূর্ববর্তী নিবন্ধকেডিএস এক্সেসরিজের মামলায় ব্যবসায়ীর কারাদণ্ড
পরবর্তী নিবন্ধঅনাবাদী জমিতে আমন চাষ, ভালো ফলন