বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ হবে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র : ইসরাফিল খসরু

| রবিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:১৭ পূর্বাহ্ণ

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু বলেছেন, বাংলাদেশের আগামীর কান্ডারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার যে ৩১ দফা দেওয়া হয়েছে তা শুধু দলের জন্য নয়, বরং একটি পূর্ণাঙ্গ সফল রাষ্ট্র গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ৩১ দফা বাস্তবায়ন করা হলে বাংলাদেশ শিক্ষা, শিল্প ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। ৩১ দফা অনুযায়ী সংস্কার করে রাষ্ট্র পরিচালনা করলে আমাদের আর কারও মুখাপেক্ষী হয়ে বসে থাকতে হবে না। বিএনপি ক্ষমতায় আসলে স্বয়ংসম্পূর্ণ একটি দেশের নাম হবে বাংলাদেশ। খবর বাংলানিউজের।

গতকাল শনিবার বিকেলে নগরীর আমবাগান টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ফোরাম আয়োজিত ৩১ দফার গুরুত্ব ও গুণীজন এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসরাফিল খসরু বলেন, তারেক রহমান বিগত ১৬ বছর ফ্যাসিবাদ পতনের আন্দোলনের পাশাপাশি রাষ্ট্র কাঠামো পরিচালনার রূপরেখাও দিয়েছেন। যেটি ২০২৩ সালের দেয়া রাষ্ট্র সংস্কারের ৩১ দফা হিসেবে পরিচিত। সেই দফা অনুযায়ী আমরা দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি ফলো করে দেশে শিক্ষার হার বৃদ্ধি করতে সচেষ্ট থাকব। অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আকবর আলী সানজিদ ও অ্যাডভোকেট হারুনুর রশীদ রাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান, ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আহসানুল হক, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওবায়দুর রহমান, পাহাড়তলী কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার। উপস্থিত ছিলেন সিভাসু অধ্যাপক ড. এ কে এম সাইফুদ্দিন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. এ কে এম আশরাফুল করিম, ইউএসটিসি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. মো. শহীদ, ডা. মীর ওয়াজেদ আলী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনন্দীরহাট লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে গুণীজন সংবর্ধনা
পরবর্তী নিবন্ধপরীক্ষিত ও ত্যাগী নেতা-কর্মীদের দলে অন্তর্ভূক্ত করতে হবে