শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন ছিল গ্রামের কৃষক বাঁচলে, বাংলাদেশ বাঁচবে। তাই কৃষকদের সকল সহযোগিতা করতে হবে। সার, বীজ, সেচ সুবিধা, কীটনাশকসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরকারকেই বিনামূল্যে দেয়া, এটাই ছিল শহীদ জিয়ার স্বপ্ন। যদি আগামীতে বিএনপি ক্ষমতা আসার সুযোগ পায় তাহলে জিয়ার এই স্বপ্ন বাস্তবায়ন করবে। ‘কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ এ স্লোগানে গতকাল বৃহস্পতিবার শেখেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে সৈয়দপুর ইউনিয়ন কৃষক দল আয়োজিত এক কিৃষক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. এমাম হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক মো. বদিউল আলম বদরুল।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইনুল কামাল, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মাসুম, উপজেলা কৃষকদল সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো.বেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন কবির মোল্লা, মো. হেলাল উদ্দিন, আনোয়ার মেম্বার, আলাউদ্দিন, আলাউদ্দীন সেলিম, জেবল হোসেন, বাবুল বাহাদুর শাস্ত্রী, আবু ইউসুফ, নাজিম উদ্দীন, মো. নয়ন উদ্দিন প্রমুখ।