বিএনপি কারো সাথে কখনও আপস করেনি, করবেও না

দক্ষিণ পাঠানটুলি ওয়ার্ডে গণসংযোগকালে খসরু

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

পলোগ্রাউন্ডে তারেক রহমানের জনসভায় বিএনপির নেতাকর্মীদের চেয়ে সাধারণ জনগণ বেশি আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ জনসভা সর্বসাধারণের জনসভা বলেও দাবি করেন তিনি। খসরু বলেন, যেখানে যাচ্ছি মানুষের ঢল নেমেছে, ধানের শীষের পক্ষে নেমেছে, বেগম জিয়ার পক্ষে নেমেছে, শহীদ জিয়ার পক্ষে নেমেছে, তারেক রহমানের পক্ষে নেমেছে, বাংলাদেশের পক্ষে নেমেছে। গতকাল ২৮ নং দক্ষিণ পাঠানটুলি ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। সকাল ১১টায় আগ্রাবাদ রেডিও অফিসের সামনে থেকে ডেবার পার, কমার্স কলেজ রোড, মোগলটুলি, দত্তপাড়া, কাপুড়িয়া পাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন খসরু।

এসময় তিনি বলেন, বিএনপি হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রধান শক্তি। বিএনপি কারো সাথে কখনও আপোস করেনি, করবেও না। দেশের মানুষের কাছে বিএনপির অবস্থান অনেক পরিষ্কার। সারা দেশে পুরুষ মহিলা ধানের শীষের পক্ষে রাস্তায় নেমেছে। ধানের শীষের জোয়ার চলছে। বিএনপির শ্লোগান এখন সবার আগে বাংলাদেশ। দেশের মানুষের কাছে সবচেয়ে আস্থার নাম হচ্ছে বিএনপি। বিএনপির জন্ম হয়েছে মানুষের আস্থার মধ্য দিয়ে, গণতন্ত্রের মধ্য দিয়ে। খসরু আরো বলেন, যাদের অভ্যাস আছে অন্যেদের সাথে ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার তাদের মাথায় এগুলো আসে, আমাদের মাথায় এগুলো আসে না। বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রথম স্থাপন করেছেন বিএনপি, গণতন্ত্রও স্থাপন করেছে বিএনপি, সংসদীয় গণতন্ত্রও স্থাপন করেছে বিএনপি, স্বৈরাচারদের বিদায় করে স্বাধীন সার্বভৌম দেশ গড়ার দল হচ্ছে বিএনপি। যারা এগুলো বলে তারা প্রপাগান্ডার মাধ্যমে রাজনীতি করতে চাই, অন্য কৌশলে রাজনীতি করতে চাই। জনগণের আস্থা নিয়ে তারা রাজনীতি করতে চাই না, আসলে তাদের প্রতি জনগণের কোন আস্থা নেই।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট আব্দুস সাত্তার, যুগ্ম আহ্বায়ক কাজি বেলাল, চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূইঁয়া, বিএনপি নেতা মোহাম্মদ জাহেদ, নুর উদ্দিন সোহেল, জামাল উদ্দিন জসিম, জিয়াউর রহমান জিয়া, আব্দুর সবুর আকবর, আব্দুর রহমান, রাজিবুল হাসান রানা, আখতার হোসেন বাবলু, খলিলুর রহমান বাপ্পী।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানের সমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান মেয়রের
পরবর্তী নিবন্ধসুযোগ দিলে চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে