বিএনপি কর্মী আলম হত্যাকাণ্ডে আরো এক আসামি গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | সোমবার , ৩ নভেম্বর, ২০২৫ at ৮:১৪ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সন্ত্রাসীদের গুলিতে নিহত জাহাঙ্গীর আলম প্রকাশ আলম হত্যাকাণ্ডের মামলায় আরো এক আসামিকে রাউজান থানা পুলিশ গ্রেপ্তার করেছে। মুহাম্মদ রাজু (২৮) নামে ওই আসামিকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। তিনি একই ওয়ার্ডের রহমতপাড়ার মৃত নুর নবীর ছেলে। এর আগে পুলিশ রাসেল খান ও হৃদয় নামের আরো দুই আসামিকে গ্রেপ্তার করেছিল। রাজু নিহত আলমের সহযোগী বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, আলমকে গুলি করার সময় রাজু পিছনে একটি মোটর সাইকেলে ছিলেন। ধারণা করা হচ্ছে আলমের সাথে থেকে রাজু খুনিদের সহযোগিতা করেছিলেন।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর বিকেলে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের রশিদাপাড়া সড়কে কায়কোবাদ জামে মসজিদের সামনে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে বিএনপির গোলাম আকবর খোন্দকার পক্ষের কর্মী আলমকে। ওই সময় আলম তার এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে স্ত্রী ও সন্তান নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই হত্যাকাণ্ডের ঘটনার দুদিন পর নিহত আলমের পিতা আবদুস সাত্তার বাদী হয়ে ২১ জনের নামোল্লেখসহ আরো অজ্ঞাত ৬ থেকে ৭ জনকে আসামি করে রাউজান থানায় মামলা করেছিলেন। রাজুর নাম এজাহারে ছিল না। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়ার দাবি ঘটনার তদন্তে হত্যাকাণ্ডে রাজুর সম্পৃক্ততা পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাউখালীতে বাইক-কাভার্ডভ্যান সংঘর্ষ, যুবক নিহত
পরবর্তী নিবন্ধঅবশেষে আশ্রয় খুঁজে পেল ড্রেন থেকে উদ্ধার হওয়া সেই নবজাতক