চট্টগ্রাম–৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে আওয়ামীলীগ রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করতো। কিন্তু বিএনপি কখনোই ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেনি। ধর্ম–বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে সমান অধিকার ভোগ করবে এটাই বিএনপির নীতি। বিএনপি সকল ধর্মের মানুষ তথা সকল নাগরিকের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চায়। সবাই ঐক্যবদ্ধ থেকে ৩১দফা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে সত্যিকারের একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব। তিনি গতকাল রোববার দেওয়ানজিপুকুর পাড় চট্টগ্রাম জেলা সৎসঙ্গ মিলনায়তনে সনাতনী নাগরিক কমিটির উদ্যোগে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, মঠ ও মন্দিরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম–৯ আসনে নির্বাচন পরিচালনা কমিটির চিফ কোঅর্ডিনেটর আবুল হাশেম বক্কর বলেন, বিএনপি সব ধর্মের মানুষের জন্য কাজ করে। ধর্মীয় বিভেদ করে না, কোনো বিভাজন করে না। আসুন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়। সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অরবিন্দু পাল অরুণ। বিপ্লব দে পার্থের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট চন্দন তালুকদার, দিপক কুমার পালিত, ইয়াছিন চৌধুরী লিটন, আর কে দাশ রুপু, আয়ান শর্মা, অধ্যাপক অর্পণ ব্যানার্জি, অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, বিশ্বজিৎ দত্ত বাবু, রাজীব ধর তমাল, রতন মজুমদার, উজ্জ্বল বরণ বিশ্বাস, অশোক কুমার চক্রবর্তী, সুমন ঘোষ বাদশা, সুজন দাশ, অধ্যাপক শিপুল দে, এসকে নাথ শ্যামল, টিটু শীল, মাস্টার রণজিৎ কুমার দাশ, রাজেশ চক্রবর্তী, দেবু চক্রবর্তী, লিটন শীল, রাজীব নন্দী বাবু, সুজন বল, সোমা রাণী দাশ, রোমারিও সূত্রধর। প্রেস বিজ্ঞপ্তি।











