জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সদ্য কারামুক্ত মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপি সবসময় উন্নয়ন উৎপাদনে জনকল্যাণের রাজনীতিতে বিশ্বাসী। তাই মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠা করেছেন। সম্প্রতি শ্রমিক দলের সংবর্ধনা সভায় তিনি একথা বলেন। জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন। তিনি বলেন, শ্রমিকদের অধিকারের ভাষা এই সরকার কেড়ে নিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শ ম জামাল উদ্দিন, শামসুল আলম, মোহাম্মদ ইদ্রিচ, এম আর মঞ্জু, মোস্তফা কামাল পাশা, মহসিন তরু, শাহ নেওয়াজ চৌধুরী, আবু জাফর, মুজিবুর রহমান, মো. সিদ্দিক, মো. সোলায়মান, মো. রফিকুল ইসলাম, আবু তৈয়্যব, নাজিম উদ্দিন চৌধুরী, মো. ইব্রাহিম, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ আলী, আলতাফ হোসেন, মো. সাইফুল আলম, হাসিবুর রহমান বিপ্লব, মো. দেলোয়ার হোসেন, পল্ট বড়ুয়া, অ্যাড. মুহাম্মদ ইকবাল, মো. আলমগীর, অপু সিংহ, ডলি চৌধুরী, নুরুনব্বী, মো. ইউনুচ, মো. সেলিম, মো. রুবেল, এসকান্দর প্রমুখ। বক্তারা অবিলম্বে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।












