বিএনপি তাদের এই সমাবেশকে সফল বললেও আওয়ামী লীগের দাবি, বিরোধী দলটি মানুষের আস্থা হারিয়েছে। কারণ ওই সমাবেশে কর্মী–সমর্থকদের জড়ো করতে বিএনপি মিথ্যার আশ্রয় নিয়েছে বলে দাবি করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তার মতে, এই সমাবেশ বিএনপির ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ ছাড়া আর কিছুই না।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা এই জনসমাবেশকে ঘিরে কয়েক মাস ধরে বলেছিলেন ১০ তারিখ তাদের নেত্রী খালেদা জিয়া জনসভায় যোগ দেবেন। তারেক জিয়া দেশে আসবেন। ১১ তারিখ থেকে খালেদা জিয়ার শাসনে দেশ চলবে। এসব মিথ্যা কথার প্রলোভন দেখিয়ে তারা কর্মীদের ঢাকায় জড়ো করেছেন। অথচ কর্মীরা ঢাকায় এসে দেখলেন ‘পর্বতের মূসিক প্রসবের’ মতো অবস্থা। সমাবেশে কিছুই হয়নি।
তারা হতাশাগ্রস্ত কর্মীদের কিছুটা রক্ষার জন্য পদত্যাগের কথা বলেছে। সাড়ে তিনশ সাংসদের মধ্যে ৭ জন গেলে কিছুই হবে না। এটা তারা জানে।
শনিবার সাভারে দলীয় সমাবেশে আওয়ামী লীগের নেতারাও একই কথা বলেছিলেন। ওইদিন বিএনপির সমাবেশের পাশাপাশি আওয়ামী লীগও বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে ছিল।