বিএনপি বিদেশিদের প্রভাবিত করে দেশে আবারও ওয়ান ইলেভেন সৃষ্টির পাঁয়তারা করছে বলে দাবি করেছেন ওবায়দুল কাদের। এমন ‘স্বপ্ন বা দুঃস্বপ্ন’ কোনটিতেই লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি ‘মন কলা’ খাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, দলটি আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।
গতকাল মঙ্গলবার বিকালে ঢাকার হাজারীবাগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। খবর বিডিনিউজের।
কাদের বলেন, শেখ হাসিনার অর্জনে মানুষ খুশি হলে বিএনপির মন খারাপ হয়। বিদেশিদের কাছে গিয়ে লাফালাফি করে ব্যর্থ হয়েছে বিএনপি। বিএনপি বিদেশিদের প্রভাবিত করে আবারও ওয়ান ইলেভেনের স্বপ্ন দেখছে। এ দুঃস্বপ্ন দেখে লাভ নেই। …যারা সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে তাদের বিরুদ্ধে আমেরিকার ভিসা নীতি প্রয়োগ হবে। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে উচ্চ আদালত। উন্নত বিশ্বের কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকারের মতো আজব সরকার আর কোথাও নেই। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মনে মনে ‘মন কলা’ খাচ্ছে। তিনি বলেন, মানুষ পোড়াবে, দেশে বিশৃঙ্খলা করবে এমন তত্ত্বাবধায়ক সরকার আমাদের প্রয়োজন নেই। বিএনপি আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।
শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের সময় শেষ বিএনপির নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সময়টা কবে শেষ? কবে হবে? গত চৌদ্দ বছর ধরেই একই কথা বলছে বিএনপি। নিত্যদিনের জনভোগান্তি প্রসঙ্গে তিনি বলেন, লোড শেডিং একেবারেই বন্ধ হবে। নিত্য পণ্যের দাম ও সংকটও কমে যাবে। জ্বালানি সমস্যা সমাধানেও শেখ হাসিনা বিভিন্ন দেশে গিয়েছেন। শেখ হাসিনা দেশের মানুষের কথা ভাবে, যা অন্য কেউ ভাবে না।
সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, দুই সিটি নির্বাচনে মানুষের অংশগ্রহণে বিএনপি হতাশাগ্রস্ত। তারা দুঃস্বপ্ন দেখেছিল সাধারণ মানুষও ভোট বর্জন করবে। আওয়ামী লীগ পরাজিত হলে বিএনপি বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এছাড়া কখনই তারা সুষ্ঠু নির্বাচনের কথা স্বীকার করবে না। বিএনপি একটি দল যারা আইন–বিচার কিছুই মানে না।