বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে রাজপথে মোকাবেলা করা হবে

দক্ষিণ পতেঙ্গা ক ইউনিট আ. লীগের সম্মেলনে বক্তারা

| বুধবার , ১৫ জুন, ২০২২ at ৯:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের অন্তর্ভূক্ত ক ইউনিটের সম্মেলন গতকাল মঙ্গলবার স্থানীয় সুমাইয়া কনভেনশন সেন্টারে দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের ক ইউনিটের সভাপতি আবদুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী। তিনি বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনকে ভয় পায়। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, বিএনপি যদি ঈর্ষাপরায়ন বশত: দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাহলে সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজপথে মোকাবেলা করা হবে। তিনি তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, তৃণমূলস্তরের ইউনিট কমিটিগুলো দলের শক্তির মূল ভিত্তি। তাই, ত্যাগী পরিশ্রমী ও পরিচ্ছন্ন এবং সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে কমিটিগুলো গঠন করা হবে। আমাদের এই কমিটিগুলোর প্রাথমিক লক্ষ্য হবে অন্তত: দেড় হাজার পরিচ্ছন্ন মানুষকে দলে টেনে আনা। তাহলে আওয়ামী লীগকে রুখবার মতো কোন শক্তি মাটিতে পা রাখতে পারবে না।
বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. জালাল উদ্দিন ইকবাল বলেন, আওয়ামী লীগকে বহুবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কখনো ধ্বংস হয়নি। এক কঠিন অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করে দলের নেতৃত্বের হাল ধরার পরপরই আওয়ামী লীগ শক্তিশালী ভিত্তি পেয়েছে। এই ভিত্তিকে অধিকতর শক্তিশালী করতে হবে।
সাধারণ সম্পাদক আবদুল কাদেরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মো. নুুরুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামরুল হাসান বুলু, পতেঙ্গা থানা আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল হালিম, এ এইচ এম ইসলাম, ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন আজাদ, মহিলা কাউন্সিলর শাহীনুর বেগম প্রমুখ। শেষে আবদুল গফুরকে সভাপতি, আবদুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগের রাজনীতিতে পকেট কমিটির দিন শেষ
পরবর্তী নিবন্ধমহানগর আ’লীগের চারা বিতরণ আজ