ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের মধ্যে গতকাল বুধবার ৭ আসনে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিএনপির এবং জামায়াত ইসলামের ৭ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে বিএনপির প্রার্থী ৪ জন এবং জামায়াতের প্রার্থী ৩ জন।
চট্টগ্রামের তিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, গতকাল চট্টগ্রাম–১০ ডবলমুরিং–পাহাড়তলী–হালিশহর ও খুলশী আসন থেকে বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এদিকে চট্টগ্রাম–১১ বন্দর–পতেঙ্গা–ইপিজেড আসন থেকে বিএনপির ইসরাফিল খসরু’র পক্ষেও মনোনয়ন ফরম নেয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর এপিএস মো: সেলিম এই দুই আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
চট্টগ্রাম–৫ হাটহাজারী আসনের বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং চট্টগ্রাম–৬ রাউজান আসনের বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এদিকে চট্টগ্রাম–১৫ সাতকানিয়া–লোহাগাড়া আসন থেকে জামায়াতে ইসলামের প্রার্থী শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড আসন থেকে জামায়াতে ইসলামের প্রার্থী মো. আনোয়ার হোসেন এবং চট্টগ্রাম–১৪ চন্দনাইশ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী মো. শাহাদাৎ হোসেন গতকাল নিজ নিজ রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর আগে গত ১৫ ডিসেম্বর চট্টগ্রাম–৮ বোয়ালখালী–চান্দগাঁও আসন থেকে বিএনপির প্রার্থী মো. এরশাদ উল্লাহ মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং চট্টগ্রাম–১০ ডবলমুরিং–পাহাড়তলী–হালিশহর ও খুলশী আসন থেকে মোহাম্মদ আরমান নামে এক স্বতন্ত্র প্রার্থী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।












