বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি

আজাদী প্রতিবেদন | রবিবার , ১ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেছিলেন। বেগম খালেদা জিয়া প্রথমবার বিএনপির চেয়ারপার্সন নিযুক্ত হন ১৯৮৪ সালের ১০ মে। এরপর অনুষ্ঠিত ছয়টি কাউন্সিলেই চেয়ারপার্সন মনোনীত হন তিনি। বর্তমানে তারেক রহমান দলটির ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছেন।

এদিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে ২ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছেআজ সকাল সাড়ে ১০টায় নাসিমন ভবন দলীয় কার্যালয় থেকে রাঙ্গুনিয়ায় শহীদ জিয়ার কবর জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা এবং ফাতেহা পাঠ, দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদন। রাঙ্গুনিয়া থেকে ফিরে নগরের ষোলশহর ২ নম্বর গেইট বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া সকালে দলীয় কার্যালয়সহ ৪৩টি ওয়ার্ডের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন এবং মাইকে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার ভাষণ প্রচার করা হবে।

এছাড়া আগামীকাল সোমবার বাদে আসর দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে গত ১৫ বছরে আন্দোলনসংগ্রামে নিহত ও সাম্প্রতিক বন্যায় হতাহতদের জন্য দোয়া মাহফিল আয়োজন করা হবে। অনুরূপভাবে ৪৩টি ওয়ার্ডের মসজিদেও সুবিধামত সময়ে এ কর্মসূচি পালিত করা হবে।

এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ৪৬ বছর উদযাপনে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছিল নগর বিএনপি। তবে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে বিএনপির কর্মসূচি কমানো হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর বাতিল করা কর্মসূচির বাজেটের টাকা বন্যাদুর্গতদের দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবন্যাকবলিত সব এলাকায় সমান গুরুত্ব দিয়ে পুনর্বাসন করা হবে
পরবর্তী নিবন্ধভাইরাল ভিডিও থেকে যা জানা গেল