বিএনপির ৪৫ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১২

চান্দগাঁওয়ে ভোটকেন্দ্রে ভাঙচুর

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ জানুয়ারি, ২০২৪ at ৯:৩১ পূর্বাহ্ণ

নগরের চান্দগাঁওয়ে ভোট কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় বিএনপির ৪৫ নেতাকর্মীর নাম উল্লেখসহ ২০০২৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানকে ১৩ নম্বর ও নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহকে ১৫ নম্বর আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মামলার ১২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মো. রাকিবুল ইসলাম (২৫), মো. আজিম উদ্দিন (২৫), মফিজুল আলী (২৫), মঞ্জুর আলী (৫০), মো. হেলাল (২২), মো. হোসাইন (৩৩), মো. মানিক (২৯), মো. মহিন (২১), মো. রিয়াদ (২২), মো. আজম (২০), মো. মোবারক হোসেন (২০), মো. মামুন (৩৫)। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। মামলার এজাহারভুক্ত বাকি আসামিরা হলেন মোশারফ হোসেন প্রকাশ ছোট মোশারফ, রিয়াদ, আফছার, আব্দুর রহমান আলফাজ, নওশাদ আল জাশেদুর রহমান, জামাল, হারুন, আরিফ, এরশাদ, রুবেল, রাশেদ, মনছুর, আসমান, নাসির উদ্দিন, আকবর বদি, ওসমান, তুষার, নুর হোসেন, মো. আরিফ, জয়নাল আবেদিন সাকিব, জুনায়েদ হোসেন জিনুক, মানিক, রুবেল, আমজাদ, আরিফ মহিউদ্দিন, ইরফান, নাজিম, হারুন, আনোয়ার হোসেন বাপ্পি এবং সেলিম।

জানা গেছে, গত রোববার ভোটের দিন চট্টগ্রাম৮ আসনের চান্দগাঁও থানার কয়েকটি এলাকায় পুলিশ ও বিজিবির সাথে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় আশেপাশের সাড়ে ৪ কিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন ১২টার দিকে মৌলভী পুকুরপাড় এলাকার আল হিকমাহ ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রের প্রধান গেট ভেঙে বিএনপি নেতাকর্মীরা ব্যাপক ভাঙচুর চালায়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, এজাহারনামা ও অজ্ঞাতনামা আসামিরা নির্বাচন বানচালসহ সাধারণ ভোটারদের কেন্দ্রে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভোট কেন্দ্রে প্রবেশ করে দরজা, জানালা ভাঙচুর, রাস্তায় ককটেল বিস্ফোরণ, রাস্তায় গাড়ি ভাংচুর ও রাস্তায় টায়ারে আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাশকতা করে জনমনে ভীতি সৃষ্টি, ষড়যন্ত্র ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করেছে।

পূর্ববর্তী নিবন্ধসুশৃঙ্খল নির্বাচনে ভূয়সী প্রশংসা জাপানের
পরবর্তী নিবন্ধহজ প্যাকেজ কমাতে হাইকোর্টের রুল