বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেছিলেন। বেগম খালেদা জিয়া প্রথমবার বিএনপির চেয়ারপার্সন নিযুক্ত হন ১৯৮৪ সালের ১০ মে। এরপর অনুষ্ঠিত ছয়টি কাউন্সিলেই চেয়ারপার্সন মনোনীত হন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে নগর বিএনপির উদ্যোগে সকাল ১১ টায় নগরের ষোলশহর ২ নং গেইটস্থ বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ ও বিকাল ৩ টায় কাজীর দেউরী নুর আহম্মেদ সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি করার কথা রয়েছে। এছাড়া আগামীকাল শনিবার আলোচনা সভা করা হবে। র্যালিতে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে মিছিল সহকারে যোগদানের জন্য অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর। এদিকে পৃথক কর্মসূচি পালন করবে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।












