ময়মনসিংহ নান্দাইল সংসদীয় আসনের ৪ বারের নির্বাচিত সাবেক সাংসদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী (৭৬) গতকাল শনিবার বিকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিদেশে অবস্থানকারী মরহুমের ছেলে ও মেয়ে দেশে ফেরার পর আগামীকাল ১৯ জুলাই বাদ আছর ময়মনসিংহের নান্দাইলে নামাজের জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে খুররম খান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবন প্রেস উইং জানায়, শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুম খুররম খান চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
চট্টগ্রামের রাউজানের জামাতা মরহুম খুররম খান পূর্ব পাকিস্তান প্রাদেশিক জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরীর দ্বিতীয় জামাতা ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির বড় বোনের স্বামী। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান একেএম এহছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।












