বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাচ্চু গ্রেপ্তার

| শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ৯:১৭ পূর্বাহ্ণ

গাজীপুরের শ্রীপুরে নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক এসএম রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বাচ্চু বিএনপির কেন্দ্রীয় কমিটির ওই পদ ছাড়াও সম্মিলিত পেশাজীবী দলের সদস্য। খবর বিডিনিউজের।

র‌্যাব১ এর মেজর ইয়াসির আরাফাত হোসেন বলেন, শুক্রবার দুপুর দুইটার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রফিকুল ইসলাম বাচ্চুকে। র‌্যাবের এই কর্মকর্তা বলেন, বাচ্চুর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে শ্রীপুর থানায়। গাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার দুটির এক মামলায় তিনি প্রধান আসামি এবং আরেকটি মামলায় দুই নম্বর আসামি।

পূর্ববর্তী নিবন্ধজমিয়তুল ফালায় আল্লামা জালাল উদ্দিন আল-কাদেরী স্মরণে মাহফিল আজ
পরবর্তী নিবন্ধসোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন