বিএনপির ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে হবে

সাতকানিয়ায় ছাত্রলীগের ইফতার মাহফিলে বক্তারা

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ৫:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, যুদ্ধাপরাধী, খুনি ও দুর্নীতিবাজদের পুনর্বাসনের জন্য জাতীয় সরকার গঠনের ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে তাদের এ ষড়যন্ত্র কোনো দিন সফল হবে না। বিএনপির এ ষড়যন্ত্রের বিষয়ে দলের সকল স্তরের নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ প্রদান করেন তিনি।
গতকাল মঙ্গলবার বিকালে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উদ্বোধক ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ অধ্যাপক আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ মোতালেব ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক নাছির উদ্দিন মিন্টু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দিন, কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান ওচমান আলী, বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, ধর্মপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন টিপু, পুরানগড় ইউপি চেয়ারম্যান আ ফ ম মাহাবুল হক সিকদার, এওচিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, পশ্চিম ঢেমশা ইউপি চেয়ারম্যান রিদুয়ানুল হক সুমন, এরফানুল হক চৌধুরী, ওয়াহিদুল ইসলাম সিআইপি, সাইফুল ইসলাম সুমন, মো. ইউনুচ, সিরাজুল ইসলাম ও রিপন কান্তি দাশ সুজন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসড়কে আর কত লাশের মিছিল দেখতে হবে
পরবর্তী নিবন্ধসমাজ সমীক্ষা সংঘের মতবিনিময় সভা