মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজ বলেছেন, বিগত দেড় দশক ধরে আওয়ামীলীগ সরকারের নির্যাতন নিপীড়নে বিএনপির নেতাকর্মীদের অবস্থা ছিল বিপন্ন। এই অবস্থায়ও বিএনপি জনকল্যাণমূলক কর্মকাণ্ড বন্ধ করেনি। কারণ বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণে। বর্তমানে শীতের তীব্রতায় অসহায় ও গরীব মানুষের অবস্থা খুবই করুণ। তাই এই শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের কর্তব্য। বিএনপি সব সময় এদেশের সাধারণ জনগণের স্বার্থে কাজ করেছে। শীতার্ত মানুষের কল্যাণে বিএনপি নেতাকর্মী ও সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।তিনি গতকাল শনিবার বন্দর মাইজ পাড়া লোহার পুল এলাকায় ৩৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমউন আহম্মেদ সুমনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মো. ফারুক, মো. রফিক, মো. সেলিম, এবাদুর রহমান, মাহবুবুল আলম বাচ্চু, শাহিদা খানম, মো. আজম, মো. মহিউদ্দিন, বকুল, মো. ইলিয়াস, আলী আহসান, আনোয়ার হোসেন জুনু, মাহবুব আলম, ইলিয়াস সওদাগর, আলী আকবর, জাহাঙ্গীর আলম, আবু রায়হান চৌধুরী, আরিফুর রহমান আরিফ, আবদুল হান্নান, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।