বিএনপির রাজনীতিতে শাহীন ছিলেন ত্যাগী নেতা

শোক সভায় ডা. শাহাদাত

| সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ১১:২৩ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আফতাবুর রহমান শাহীনের অকাল মৃত্যু ছিল আমাদের জন্য ভীষণ কষ্টের। বিএনপির রাজনীতিতে তিনি ছিলেন একজন ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতা। মৃত্যুর আগ পর্যন্ত দলীয় আদর্শের প্রতি অবিচল থেকে বিএনপিকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন তিনি। তিনি গতকাল রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আফতাবুর রহমান শাহীনের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডা. শাহাদাত বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আফতাবুর রহমান শাহীন যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা বিএনপির নেতাকর্মীদের সবসময় অনুপ্রাণিত করবে। প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আফতাবুর রহমান শাহীন চট্টগ্রামে বিএনপিকে সুসংগঠিত করে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, মরহুম শাহীন সব সময় মানুষের কল্যাণে কাজ করেছেন। তার আদর্শকে ধারণ করে গণতন্ত্র মুক্তির আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। শোকসভা পরিষদের আহবায়ক মো. সেকান্দরের সভাপতিত্বে ও সদস্য সচিব হাজী নবাব খানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি ছাত্রদলের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধশীর্ষ গবেষকদের তালিকায় চুয়েটের দুই শিক্ষক