সকল জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক দুইবারের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। গতকাল বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয় ধাপে ঘোষিত ৩৬ আসনের প্রার্থীর সাথে আলমগীর ফরিদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আসনে তার সাথে লড়বেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী জেনারেল হামিদুর রহমান আযাদ।
এই আসনে আলমগীর ফরিদ বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে ১৯৯৬ ও ২০০১ সালে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বর্তমানে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে আছেন।
মহেশখালী প্রতিনিধি জানান, এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের কেন্দ্রীয় সহকারী জেনারেল ড. হামিদুর রহমান আযাদকে মনোনয়ন দিয়েছে। তিনিও ২০০৮ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জামায়াত–বিএনপির এই দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে বলে মনে করছেন ভোটাররা।
দলীয় মনোনয়ন লাভের পর এক প্রতিক্রিয়ায় সাবেক সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, বিগত ১৭ বছর ধরে হাসিনা সরকারের আমলে বিএনপির দুর্দিনে নেতাকর্মীদের আগলে রেখে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে মাঠে ময়দানে ছিলাম বলেই দল আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছেন। এজন্য দলের নীতি নির্ধারণী হাই কমান্ড পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। দলের নেতাকর্মীদের সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষকে বিজয় করার আহ্বান জানান তিনি।









