বিএনপির বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে

আনোরায়ায় সমাবেশে সরওয়ার জামাল

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১১:০৯ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, বিগত ১৬ বছর ফ্যাসিবাদী হাসিনা সরকারের নির্যাতন, মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা এলাকায় থাকতে পারেনি। হাসিনা সরকারের পতনের পর বিএনপির জনপ্রিয়তায় দিশেহারা হয়ে বিশেষ মহল নতুন করে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। ঐক্যবদ্ধভাবে এ চক্রান্ত প্রতিহত করে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বিএনপি আবারো ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।

গতকাল শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠন ও নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি উপলক্ষে বৈরাগ ইউনিয়ন বিএনপির কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৈরাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুন খান। বিশেষ বক্তা ছিলেন সহসভাপতি ডা. জি. এম. এনামুল হক। সঞ্চালনায় ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের ও নুরুল আমিন এবয় বৈরাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আজিম।

বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম মনজুর উদ্দিন চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, ভিপি মোজাম্মেল, বরুমচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনচার, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহাজান, শফিকুল আলম, জাকারিয়া চৌধুরী জকু, জাহেদ চৌধুরী, আখতারুন্নবী চৌধুরী, সাইফুল ইসলাম, হাছান চৌধুরী, আসাদুর জামান, মো. আলমগীর, নাজিম উদ্দিন চৌধুরী, কাসেম, জলিল, লোকমান, আবদু রহিম, আবদু রহমান, আবদুল মাবুদ, জমির, আলমগীর হোসেন, এডভোকেট আবদুর রহিম, আবুল কালাম খান ফিরোজ, এখলাস, জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধআষাঢ়ে শ্রাবণে নারী কত-কত অনুষঙ্গে