বিএনপির বিদেশি প্রভুদের নির্দেশে নির্বাচন হবে না

পটিয়ায় শান্তি সমাবেশে মোতাহের

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২০ আগস্ট, ২০২৩ at ১০:৫৪ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, খালেদা ও তারেক জিয়াকে দিয়ে এ স্বাধীন বাংলাদেশ পরিচালনা কিছুতেই সম্ভব নয়। তারা দেশের টাকা পাচার করেছে। লুণ্ঠন ও ত্রাসের রাজত্বের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছে। ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন তাদের পূরণ হবে না। জনগণ তাদের সাথে নেই। তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধীনেই সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিএনপির বিদেশি প্রভুদের নির্দেশে এ দেশে কোনো নির্বাচন হবে না।

গতকাল শনিবার বিকেলে মহাসড়কের পটিয়া থানার মোড় চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবদুল খালেক চেয়ারম্যান, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, সহ সভাপতি মোহাম্মদ সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী, পৌরসভা যুবলীগের সভাপতি নুর আলম সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল, পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক অজয় শীল ও পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান।

পূর্ববর্তী নিবন্ধ‘সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি রক্তদানেও লিওরা এগিয়ে’
পরবর্তী নিবন্ধউত্তেজনা শেষে শান্তিপূর্ণ কর্মসূচি