বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পটিয়ায় র‌্যালি ও সমাবেশ

| শুক্রবার , ৫ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:৪৭ পূর্বাহ্ণ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার নেতৃত্বে পটিয়ায় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। র‌্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে ইদ্রিস মিয়া বলেন, দীর্ঘ নানা প্রতিকূলতা মোকাবেলা করে বিএনপি আজও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে সবাইকে রাজপথে সক্রিয় থাকতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমদ। উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবীর চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, শাহদাত হোসেন সুমন, মোহাম্মদ ইব্রাহিম, মফজল আহমদ চেয়ারম্যান, সৈয়দ মনির আহমদ সেলিম, একেএম জসীম, আবুল বশর, হারুনুর রশিদ চৌধুরী, আবু জাফর চৌধুরী, জিল্লুর রহমান, রবিউল হোসেন বাদশা, জিয়াউর রহমান, জমির উদ্দিন চৌধুরী মানিক, রবিউল হোসেন রবি, আমির হোসেন কমিশনার প্রমুখ।

উপস্থিত ছিলেন আবছার উদ্দিন সোহেল, নুরুল আমিন মধু, মো. সেলিম, অ্যাডভোকেট ফোরকান, অ্যাড. জসীম উদ্দীন, সোলেমান বাদল, ছাত্রনেতা তারেক রহমান, আবদুল আলিম মেম্বার, মো. আনোয়ার, জাগির মেম্বার, আবদুল হাকিম মেম্বার, ইউসুফ শাহ, আবদুল হাকিম, জসিম উদ্দিন, রুবেল, সেলিম মাস্টার, হারুন কাকন, আবদুল করিম, আজিম মেম্বার, হাজী নুরুল আলম, জাফরুল ইসলাম, জয়নাল আবেদীন আঙ্গুর, এনামুল হক, ফরিদ আহমদ, নাজিম উদ্দিন, আমির হোসেন সওদাগর, আমিন, সোহেল প্রমুখ। র‌্যালি ও সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের মাঝে যুবদল ও ছাত্রদলের গাছের চারা বিতরণ
পরবর্তী নিবন্ধযারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তারা গণতন্ত্রের শত্রু : এরশাদ উল্লাহ