পটিয়ায় বিএনপি : পটিয়া প্রতিনিধি জানান, দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে সাবেক এমপি শাহাজাহান জুয়েলের সার্বিক সহযোগিতায় এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী। দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনির সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোনাফ, দক্ষিণ জেলা শ্রমিকদলের সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম, জেলা বিএনপি নেতা চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, জাহেদুল হক, জিল্লুর রহমান, ছৈয়দ নাসির উদ্দীন, কাজী আবু তাহের, মুজিবুর রহমান, ইদ্রিস পানু, শাহাবুদ্দিন খোকন, নজরুল ইসলাম, হাসানুজ্জামান বাবু, আবদুল করিম, ফজলুল কাদের, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন মিয়া, মনছপ আলী, জসিম উদদীন, নাসির উদ্দীন, আবুল হোসেন, আবু সোলতান প্রমুখ।
বাড়বকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় বাড়বকুণ্ড ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়। গত রোববার ইউনিয়নের হাতিলোটা জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ইউনিয়ন বিএনপি‘র সাবেক সভাপতি বদরুল আলম,ওয়ার্ড যুবদলের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আবছার, ফারুক সওদাগর, মো.শামসুদ্দোহা প্রমুখ।
লোহাগাড়া : লোহাগাড়া প্রতিনিধি জানান, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় কামনা, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন, সম্প্রতি বন্যায় নিহতের স্মরণে লোহাগাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন চৌধুরী গেস্ট হাউসে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সালাউদ্দিন চৌধুরী সোহেল। উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম জাকারিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক শাহ আলম, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক সলিমুল্লাহ চৌধুরী ডালিম, দক্ষিণ জেলা যুবদলের সহ–সাধারণ সম্পাদক আবু সালেহ, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রাশেদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. মুসলিম উদ্দিন। বক্তব্য রাখেন বাহাদুর চৌধুরী, নেজাম উদ্দিন মেম্বার, নুরুল কবির, মো. ইছহাক, নজরুল ইসলাম, আবুল বশর, মকসুদ চৌধুরী, মোরশেদ, হেলাল, সোহেল প্রমুখ।
মহানগর ছাত্রদল: বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে গত ২ সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত, আহত শিক্ষার্থীদের সুস্থতায় পানওয়ালা পাড়া নওশা মিয়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাহবুবুল হক, মো.সেকান্দর, এস.এম. ফরিদুল আলম, বুলবুল, আবু সৈয়দ কালু, রিদওয়ানুল হক রিয়াদ, ইমরান, মাহমুদুর রহমান অভি, ইকবাল হোসেন ফরিদ, আবু তাহের, মাঈন উদ্দীন, ফয়েজ উল্লাহ, রাজু, শাহজাহান, মহিউদ্দিন, ছাদেক, আরমান, সাগর প্রমুখ। উক্ত দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মাওলানা আতিকুর রহমান।