পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বলেছেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি–অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে দলীয়ভাবে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। দলের মানসম্মানে আঘাত হয় এমন কাজ কেউ করবেন না। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে শিলখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির খ শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জারুলবুনিয়া স্কুল মাঠে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির পূর্বজোনকে সুসংগঠিত করার লক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। শিলখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুর জব্বার আকাশের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির পূর্ব জোনের সভাপতি মো. রিদওনুল হক। বিশেষ অতিথি ছিলেন শিলখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ বিএ ও সদস্যসচিব আসহাব উদ্দিন। উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল কালাম, আবু ছিদ্দিক, আব্দুর রহমান, দেলোযয়ার হোসেন, আবু তাহের ফরহাদ, আহমদ ছবি, জয়নাল আবেদিন, আব্বাস আহমেদসহ ইউনিয়ন ও উপজেলার নেতৃবৃন্দ।–বিজ্ঞপ্তি।