বিএনপির নামে চাঁদাবাজি করলে পুলিশ বা সেনার হাতে তুলে দিন : ফখরুল

| রবিবার , ১ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:১৪ পূর্বাহ্ণ

বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করতে চাইলে তাকে ধরে পুলিশসেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার অনুরোধ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকে বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশ হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। বিএনপিতে চাঁদাবাজ, দখলবাজ ও বিশৃঙ্খলাকারীদের ঠাঁই নেই।

গতকাল শনিবার বেলা পৌনে ১২টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। বিএনপি মহাসচিব বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমাদের আলাদা করার চেষ্টা করা হচ্ছে। এজন্য সবাইকে সজাগ থাকতে বলেন তিনি। খবর বিডিনিউজের।

মির্জা ফখরুল বলেন, আমরা দীর্ঘ পনেরোষোলো বছর লড়াই করেছি। হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। আপনাদের মধ্যে খুব কম লোক আছেন, যাদের বিরুদ্ধে মামলা হয়নি। আপনারা মামলা খেয়ে কোর্টে যেতে যেতে অস্থির হয়ে গেছেন। সেই অস্থির সময়ের অবসান হয়েছে। এই সময়টাকে আমাদের ধরে রাখতে হবে। যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি, সেই নির্বাচনে জনগণের কাছ থেকে বিজয় নিয়ে আসতে পারি, তাহলে আমরা সফল হব। তিনি বলেন, আমরা যদি ভালো একটা নির্বাচন করতে পারি, যদি জনগণের মনোনীত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায় তবেই জনগণের আস্থা ফিরবে।

দেশে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ‘যৌক্তিক সময়’ দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, তবে এদেশের মানুষ দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের অপেক্ষায়। তাই আমরা এই সরকারকে বলেছি, একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের মনোনীত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধনিজস্ব সংস্কৃতি আঁকড়ে ধরেই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে : জামায়াতের আমীর
পরবর্তী নিবন্ধ‘সংস্কার প্রস্তাবনার ওপর নির্ভর করবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ’